উত্তরদিনাজপুর

বিডিওর প্রতিনিধি ও পঞ্চায়েত প্রধানকে ঘেরেও করে বিক্ষোভ গ্রামবাসীদের।

পয়লা বৈশাখের দিনে প্রায় ১৫ মিনিট ধরে চলা শিলা বৃষ্টির ফলে উত্তর দিনাজপুর জেলার বহু গ্রামের মানুষদের বাড়ি ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াজঞ্জ, মেদনিপুর, ঝাপুইল, আটিয়া এছাড়াও বহু এলাকা শনিবারের দিন হওয়া শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া গ্রামবাসীদের অভিযোগ ঝড় বৃষ্টির পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সরকার থেকে তাদের জন্য কোন ত্রাণের ব্যবস্থা করা হয়নি। তাই সোমবার বরুনা গ্রাম পঞ্চায়েতে বিডিওর প্রতিনিধি ও প্রধান জয়ন্তী মাহাতকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। তারা আরও আভিযোগ করে বলে এলাকায় প্রায় সারে তিন হাজার মানুষ  ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এদিন পঞ্চায়েত থেকে ১৫০ টি পলিথিন দেওয়া হচ্ছিল গ্রামবাসীদের। টা দেখে তারা ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা এবং পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

বিডিওর প্রতিনিধি জানান আমাদেরকে ব্লক থেকে কাজে খতিগ্রস্থ মানুষদের তদন্তর জন্য পাঠানো হয়েছে। কিন্তু ওল্প পরিমাণে পলিথিন আনার জন্য গ্রামবাসীরা তাদেরকে পঞ্চায়েতে আটকে রাখে। এবং ১৫০ টি পলিথিনের বদলে সমস্ত গ্রামবাসী প্রায় সাড়ে তিন হাজার প্রিবারকে সেই মুহুতে পলিথিন দেওয়ার দাবি করে গ্রামবাসীরা।